খুলনা সদর সহকারী থানা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা সদর সহকারী থানা শিক্ষা অফিসার ফেরদৌস আরার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, খুলনার রুপসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (বর্তমানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাগেরহাট) আমিনুল ইসলাম অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তকে রক্ষা করতে তথ্য গোপন ও মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন।
সাপ্তাহিক ডাকুয়া পত্রিকায় প্রকাশিত দুইটি সংবাদ এবং বিভাগীয় কমিশনার খুলনার নির্দেশনার আলোকে, খুলনা বিভাগের বিভাগীয় উপপরিচালক ১৪ আগস্ট ২০২৫ তারিখে রূপসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।
তদন্তের প্রেক্ষিতে দেখা যায়, সম্পাদক কর্তৃক ২২ পাতার লিখিত বক্তব্য জমা দেওয়ার পরও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ফেরদৌস আরার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়নি। এ সময়, তার স্থায়ী ঠিকানা যাচাই ছাড়াই তিনি সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। অভিযোগে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তা তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করেছেন, যা আইন অনুসারে ফৌজদারী দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় অপরাধ।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দুর্নীতি দমন কমিশন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে