কুয়াশা ও শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত, নৌপথে চরম দুর্ভোগ
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ জেলায় ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। কয়েক দিন ধরে জেলার আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না, সঙ্গে বইছে হিমেল হাওয়া। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা জানান, রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৯টার দিকে আরও কমতে পারে।
শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশার কারণে যমুনা নদী তীরবর্তী কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ হলেও ঘন কুয়াশার কারণে যাত্রী ও পণ্যবাহী নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।
যাত্রীরা জানান, কিছু নৌকা চলাচল করলেও দিকভ্রান্ত হয়ে মাঝ নদীর চরে আটকে পড়ছে। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এদিকে শীতের সঙ্গে হিমেল হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে জেলার সর্বত্র শীত আরও জেঁকে বসেছে। সকালে রাস্তাঘাটে মানুষের চলাচলও চোখে পড়ছে না। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত ঝুঁকিতে রয়েছেন। অন্যান্য বয়সের মানুষও প্রয়োজনীয় শীতবস্ত্র ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
শীতজনিত দুর্ভোগের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গরম কাপড়ের সংকট। এতে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
১২১ বার পড়া হয়েছে