সারাদেশ
ফরিদপুরে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের একটি কনসার্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, ভাঙচুরের পর অনুষ্ঠান স্থগিত
ফরিদপুর প্রতিনিধি
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের একটি কনসার্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে ফরিদপুর জেলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন বহিরাগত হঠাৎ করে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এতে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। হামলার পর আয়োজক কর্তৃপক্ষ দর্শক ও শিল্পীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন