সর্বশেষ

জাতীয়দেশজুড়ে বাড়ছে শীত, যশোরে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে
লুথার কিং-এর স্বপ্ন থেকে তারেকের পরিকল্পনা: নতুন স্লোগানের গল্প
১৭ বছর পর দেশে তারেক রহমান: রাজনীতির মোড় ঘোরানোর ইঙ্গিত
সারাদেশমেঘনায় লঞ্চ দুর্ঘটনা: অ্যাডভেঞ্চার-৯ আটক, চার কর্মী হেফাজতে
চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪
কুয়াশা কেটে যেতেই পদ্মা-যমুনায় ফেরি চলাচল স্বাভাবিক
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: বেইজিং
খেলাআজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে
সারাদেশ

টানা ছুটিতে পর্যটকের ঢল, উৎসবমুখর কুয়াকাটা

এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি টানা তিন দিনের ছুটির দ্বিতীয় দিনে পর্যটকে মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর অন্যতম পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা।

বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষের আগমনে সৈকত এলাকা পরিণত হয়েছে এক উৎসবমুখর জনসমুদ্রে।

সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের কেউ হৈ-হুল্লোড়ে মেতে উঠেছেন, কেউ আবার সমুদ্রের নীল জলে সাঁতার কাটছেন। অনেকেই সৈকতের বেঞ্চিতে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া ঘোড়ার গাড়ি, মোটরবাইকসহ বিভিন্ন বাহনে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। শীত ও কুয়াশা থাকলেও ভ্রমণ আনন্দে কোনো ভাটা পড়েনি।

পর্যটকের চাপ বাড়ায় কুয়াকাটার প্রায় সব হোটেল-মোটেলেই কক্ষ বুকিং প্রায় পূর্ণ। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, শতভাগ হোটেলেই আগাম বুকিং রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। আগামী শনিবার পর্যন্ত পর্যটকের এই ভিড় অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সৈকত সংলগ্ন ভাজা খাবারের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, “দীর্ঘদিন পর এমন পর্যটকের সমাগম দেখছি। এভাবে পর্যটক এলে আমাদের ব্যবসায় নতুন প্রাণ ফিরে আসবে।”

ঝিনুক ব্যবসায়ী মো. আনোয়ার জানান, “আজ কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে। এতে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।”

হোটেল সৈকতের মালিক জিয়া শেখ বলেন, “আমার হোটেলের সব কক্ষই বুকিং রয়েছে। এখন পর্যটন মৌসুম চলছে। সামনে নির্বাচন থাকায় পর্যটক কিছুটা কমতে পারে, তবে নির্বাচন শেষে আবার ভিড় বাড়বে।”

ঢাকা থেকে আসা পর্যটক মো. সান্টু বলেন, “সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার ইচ্ছা ছিল, কিন্তু কুয়াশার কারণে সম্ভব হয়নি। শীতও বেশ। তবে পরিবেশ ভালো লেগেছে।”

সিলেট থেকে আসা পর্যটক নওসাদ বলেন, “আগে এলে সহজেই হোটেল পাওয়া যেত। এবার পর্যটক বেশি থাকায় কক্ষ পেতে কষ্ট হয়েছে। ভবিষ্যতে বুকিং ছাড়া আসবো না। এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি।”

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ জানান, “আজ প্রায় ৯০ শতাংশ হোটেল কক্ষ বুকিং রয়েছে। বিকেলের মধ্যে সব কক্ষ পূর্ণ হয়ে যাবে। পর্যটকদের নিরাপত্তায় আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “এই তিন দিনের ছুটিতে হাজারো পর্যটক কুয়াকাটায় এসেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথভাবে কাজ করছে।”

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক জানান, “পর্যটন মৌসুমে আজ ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে এবং আরও আসছে। তাই উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন