কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৫:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার রিভার ভিউ মোড় এলাকায় অস্থায়ী চার্চে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত, স্বাস্থ্যবিষয়ক পাঠ ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষরা অস্থায়ী চার্চে সমবেত হয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা পালন করেন।
উৎসবকে কেন্দ্র করে জেলার খ্রিষ্টান পরিবারগুলো তাদের বাড়িঘর ও গির্জাগুলো আলোকসজ্জায় সাজিয়ে তোলে, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্থায়ী চার্চের বাক্য পরিচর্যক ইমরান সরকার, সিনথিয়া সাফরিন, রোমান ইমতিয়াজসহ খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বাক্য পরিচর্যক ইমরান সরকার বলেন, “বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দেয়। প্রতি বছরের মতো এবারও কুড়িগ্রামে আনন্দঘন পরিবেশে এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।”
বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম জানান, উৎসব যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক মোবাইল টিম মোতায়েন করা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে