কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিজেই এই খবর নিশ্চিত করে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “দল থেকে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক ঘোষণাপত্রে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে চলতি বছরের ৩ নভেম্বর বিকেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। এছাড়া গত রোববার তিনি দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে নির্বাচনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রেজা আহমেদ বাচ্চু মোল্লার চূড়ান্ত মনোনয়নের খবরে দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
১৮২ বার পড়া হয়েছে