আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্প বলেন, 'জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদের জন্য নয়।'
যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নতুন উত্তেজনা : গ্রিনল্যান্ড চাইছেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্প বলেন, 'জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদের জন্য নয়।'
তিনি আরও উল্লেখ করেন, 'গ্রিনল্যান্ডের উপকূলে রাশিয়া ও চীনের জাহাজ দেখা যাচ্ছে, তাই এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রয়োজন।'
নিয়োগের পর জেফ ল্যান্ড্রি ঘোষণা দিয়েছেন, তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রচেষ্টা চালাবেন।
এদিকে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন যৌথ বিবৃতিতে বলেন, 'গ্রিনল্যান্ড শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের। এটি অন্য কোনো দেশের নয়। আমরা আমাদের ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান প্রত্যাশা করি।'
এ পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে নতুনভাবে উত্তেজনা তৈরি হয়েছে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন