রাজনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন। এমন তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরবেন, শনিবার ভোটার হবেন: বিএনপি
স্টাফ রিপোর্টার
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন। এমন তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন বলেন, 'আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান এবং শনিবার ভোটার হিসেবে উপস্থিত থাকবেন।'
তিনি আরও জানান, বিএনপি মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এছাড়া মনোনয়নপত্র জমা সংক্রান্ত মামলা বিষয়ক তথ্য নিয়ে সিইসির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সালাহউদ্দিন বলেন, 'আমরা অনেকেই জানি না কার কোথায় কত মামলা আছে। তাই সার্টিফাইড কপি না চাইতে অনুরোধ করা হয়েছে।'
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে তিনি বলেন, 'সরকার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সহযোগিতা করবে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে।'
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন