সারাদেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
কুড়িগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
কুড়িগ্রাম-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাইফুর রহমান রানা (বিএনপি), একেএম মোস্তাফিজার রহমান (জাতীয় পার্টি) এবং হাসিবুল বারী রনি (ইসলামী আন্দোলন)।
অপরদিকে, কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন (স্বতন্ত্র), মোঃ আনছার আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মেজর (অবঃ) আব্দুস সালাম (নাগরিক ঐক্য) এবং জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, আগামী দিনগুলোতেও মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম চলবে।
১৫৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন