ডাফির তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরোয়া মৌসুম শেষ করল নিউজিল্যান্ড। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের অনুপস্থিতিতে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন জ্যাকব ডাফি। পুরো সিরিজে ২৩ উইকেট শিকার করে তিনি ছিলেন কিউইদের বড় শক্তি।
শেষ টেস্টে ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৫৭৫ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করার চেষ্টা করলেও দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের লক্ষ্য তাদের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়। কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান দিয়ে শুরু করলেও মাত্র ৫১ রানের ব্যবধানে হারায় শেষ ১০ উইকেট। শেষ পর্যন্ত ১৩৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং ওপেনিংয়ে কিছুটা প্রতিরোধ গড়েন। ক্যাম্পবেল ১৬ রান করে আউট হলে ৩৩তম ওভারে ভাঙে তাদের জুটি। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন কিং। এরপর দ্রুত ধস নামে ব্যাটিং লাইনে। ১১ ব্যাটারের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত থাকেন, অ্যান্ডারসন ফিলিপ করেন ১০ রান।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ৪২ রান খরচায় নেন পাঁচ উইকেট। এজাজ প্যাটেল যোগ করেন তিনটি উইকেট। পুরো সিরিজে তিনবার পাঁচ উইকেট নেওয়া ডাফি এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি নিউজিল্যান্ডারদের তালিকায় জায়গা করে নেন। তার চেয়ে বেশি উইকেট এক সিরিজে নিয়েছেন কেবল রিচার্ড হ্যাডলি ও ব্রুস টেলর। ৪০ বছর পর এমন কীর্তি গড়ে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।
ব্যাট হাতে ডেভন কনওয়ে ছিলেন অনবদ্য। ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন এই বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সফলভাবেই ঘরোয়া মৌসুম শেষ করল নিউজিল্যান্ড।
১০৫ বার পড়া হয়েছে