সুদানে ড্রোন হামলায় নিহত সৈনিক শামীম রেজা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম রেজাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
সকালে ঢাকার সেনানিবাসে জানাজা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিহত সৈনিকের মরদেহ রাজবাড়ীতে আনা হয়। দুপুর পৌনে ২টার দিকে কালুখালী মিনি স্টেডিয়াম এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহটি হোগলাডাঙ্গী গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হলে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত শামীম রেজার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে। তিনি আলমগীর ফকিরের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। দেড় বছর আগে তার বিয়ে হয়; তিনি নিঃসন্তান।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শামীম রেজা ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদানে যান। দায়িত্ব পালনকালে গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই শহরে একটি ড্রোন হামলায় তিনি নিহত হন।
এলাকার বীর সন্তানকে একনজর দেখতে দিনভর তার বাড়ি ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
১১১ বার পড়া হয়েছে