সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের আবহ নেমে আসে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নিহত সেনা সদস্যদের মরদেহ সামরিক হেলিকপ্টারে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হেলিপ্যাডে পৌঁছায়। পরে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পৃথক অ্যাম্বুলেন্সে মরদেহ দুটি তাদের গ্রামের বাড়িতে নেওয়া হয়।
নিহত মো. মমিনুল ইসলামের মরদেহ উলিপুর উপজেলার উত্তর পকন্ডুল গ্রামে এবং শান্ত মন্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে পৌঁছালে স্থানীয়দের মধ্যে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।
সৈনিক মো. মমিনুল ইসলাম ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছর তিনি সুদানে শান্তিরক্ষা মিশনে নিযুক্ত হন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, নিহত শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চলতি বছরের নভেম্বরে তিনি শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের বোমা হামলায় তিনি প্রাণ হারান। দুই বছর আগে তিনি দিলরুবা আক্তার বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নিহতের পরিবার জানায়, তার স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
দুই সেনা সদস্যের মৃত্যুতে কুড়িগ্রামবাসী গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ করছে।
১১৭ বার পড়া হয়েছে