২ পত্রিকায় হামলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার সাংবাদিক সমাজ।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। কর্মসূচির শুরুতে মহান বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা বলেন, স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই আন্দোলনে প্রথম আলো যে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা রেখেছে, সেটিই প্রমাণ করে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অথচ একটি উগ্রগোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে সাংবাদিকদের টার্গেট করে হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে।
তারা অভিযোগ করেন, এসব ঘটনায় সরকার কার্যকর ব্যবস্থা না নিয়ে শুধু বিবৃতি দিয়েই দায় এড়াচ্ছে। ২৪-এর অভ্যুত্থান কোনো দমন-পীড়নের জন্য হয়নি, বরং একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ার জন্যই হয়েছিল।
বক্তারা আরও বলেন, শহীদ হাদি কখনো সহিংসতা, অগ্নিসংযোগ বা ভাঙচুরের পক্ষে ছিলেন না। তিনি তার বক্তব্য ও আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের এবং সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
১১৯ বার পড়া হয়েছে