আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরে শনিবার রাতে একটি বন্দুক হামলায় ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বেকার্সদালে বন্দুক হামলায় ৯ জন নিহত
ডেস্ক রিপোর্ট
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরে শনিবার রাতে একটি বন্দুক হামলায় ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে সাদা মাইক্রোবাস এবং রূপালি রঙের একটি মোটরগাড়ি থেকে ১২ জন বন্দুকধারী একটি পানশালায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় প্রাণ হারান পানশালার মালিকসহ ৯ জন।
বেকার্সদাল পুলিশ জানিয়েছে, হামলাকারীরা কিছুক্ষণ সেখানে অবস্থান করেই চলে যায়। পুলিশ জানিয়েছে, পানশালাটি বৈধভাবে নিবন্ধিত। তবে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, হত্যাকাণ্ডটি পানশালার ভিতরে নয়, বাইরের সড়কে ঘটেছে।
গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা জানিয়েছেন, হামলার কারণ ও সন্দেহভাজনরা এখনও সনাক্ত করা যায়নি। পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। আহতদের সবাই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন