হাদি হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্র পরিষদের উদ্যোগে শহরের খুলনা রোড মোড়ে শহীদ হাদীর গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্র শিবিরের সেক্রেটারি মেহেদী, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন এবং ছাত্র অধিকার পরিষদের নেতা আল ইমরান ইমু,সহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে আর কোনো ধরনের আধিপত্যবাদী রাজনীতি চলতে দেওয়া হবে না। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাতেই শরিফ ওসমান হাদি নিহত হয়েছেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
১০৪ বার পড়া হয়েছে