হাদির মৃত্যুতে সিরাজগঞ্জে জুমার পর মসজিদে মসজিদে দোয়া
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের আবহ তৈরি হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া ও মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।
মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছিলেন দেশের এক সাহসী বিপ্লবী কণ্ঠস্বর। তিনি তরুণ সমাজের কাছে প্রতিবাদ ও ন্যায়ের প্রতীক ছিলেন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে শহীদের মর্যাদা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
মোনাজাত চলাকালে আবেগাপ্লুত হয়ে অনেক মুসল্লিকে কাঁদতে দেখা যায়। ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।
১১১ বার পড়া হয়েছে