সর্বশেষ

জাতীয়খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
জুলাইয়ের হত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি'র জান্নাতের মরদেহ উদ্ধার
গুম-নির্যাতনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের পালাতে ব্যবহৃত গাড়ি ভাড়ার পেছনের তথ্য ফাঁস
হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
জাতীয়

হাদি হত্যাচেষ্টায় পরিকল্পনাকারী খুঁজছে গোয়েন্দারা, গ্রেপ্তার ১১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারীদের শনাক্তে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ও পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মামলার তদন্তে যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। হত্যাচেষ্টার পেছনে কারা অর্থায়ন ও পরিকল্পনা করেছে, তা বের করাই এখন মূল লক্ষ্য।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, একটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তি গুলি করে দ্রুত পালিয়ে যায়। তদন্তকারীরা জানান, ফুটেজ দেখে হামলাকারীকে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় গত রোববার রাতে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়।

র‍্যাব ও পুলিশের অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার ১১ জনের মধ্যে রয়েছেন— প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, সহযোগী মো. কবির ওরফে দাঁতভাঙা কবির, মো. ফয়সাল এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে জড়িত সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিও এবং ফয়সালকে পালাতে সহায়তাকারী মো. নুরুজ্জামান নোমানীকেও গ্রেপ্তার করা হয়েছে।

হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট রাজধানীর আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তদন্তে জানা যায়, মোটরসাইকেলটির নম্বরপ্লেট পরিবর্তন করা হয়েছিল এবং সেটি অন্তত আটবার হাতবদল হয়। শেষ পর্যন্ত এটি ফয়সালের সহযোগীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেনা হয়।

অন্যদিকে, র‍্যাব নরসিংদীর তরুয়া বিল ও আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, একটি খেলনা পিস্তল, ছুরি, ভুয়া কাগজপত্র, একাধিক চেকবই, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে।

এদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে হাদির খোঁজ নেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা জানান। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় জানান, হাদির চিকিৎসা আপাতত সিঙ্গাপুরেই চলবে। তাঁর ব্রেনে ইস্কেমিয়ার মাত্রা কিছুটা বেড়েছে এবং হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। ব্রেনে রয়ে যাওয়া গুলির অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কিনা, সে বিষয়ে চিকিৎসকরা আলোচনা করছেন।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন