সর্বশেষ

জাতীয়অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ইস্যুতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব
রাজধানীর ইসলামপুরে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বিদেশগমন প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানি কমেছে: আসিফ নজরুল
ছেঁড়া ও পোড়া নোট বদলে মূল্য ফেরতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
সারাদেশগাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার
ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা নিহত
নানা বিতর্কের মধ্যেই আজ রাবির দ্বাদশ সমাবর্তন
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
জাতীয়

নির্বাচন নিয়ে প্রতিবেশীদের নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে-সে বিষয়ে প্রতিবেশী দেশগুলোর কোনো উপদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভারতের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দেওয়া নসিহত অন্তর্বর্তী সরকার গ্রহণ করে না।

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য ও পরামর্শ এসেছে, তা অপ্রয়োজনীয়। তিনি বলেন, 'বাংলাদেশে নির্বাচন কেমন হবে—তা আমরা নিজেরাই জানি। এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ আমাদের দরকার নেই।'

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার করে আসছে-যে ধরনের পরিবেশ গত দেড় দশকে দেশে দেখা যায়নি।

আগের সরকারের সমালোচনা করে তৌহিদ হোসেন বলেন, 'আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনগুলো ছিল প্রহসনমূলক। সে সময় ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ থাকলেও ভারত তখন কোনো প্রশ্ন তোলে নি। এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের পথে এগোচ্ছি, তখন নসিহত দেওয়া হচ্ছে-যা আমাদের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য।'

তিনি জোর দিয়ে বলেন, 'এই মুহূর্তে আমাদের উপদেশের প্রয়োজন নেই। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে-এটাই আমাদের লক্ষ্য।'

কূটনৈতিক তৎপরতার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল এবং সে সময় বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়। অন্যদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। তিনি বলেন, 'এ ধরনের পাল্টাপাল্টি তলব অস্বাভাবিক কিছু নয়, কূটনৈতিক অঙ্গনে এমনটা হয়ে থাকে।'

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, 'আগে তিনি ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন নিয়মিত মূলধারার গণমাধ্যমেও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। একজন আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাশের দেশে অবস্থান করে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।'

তিনি বলেন, 'এই প্রেক্ষাপটে তার বক্তব্য বন্ধ করা বা তাকে ফেরত চাওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়।'

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন