বিদেশগমন প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানি কমেছে: আসিফ নজরুল
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিদেশে কর্মসংস্থানের জন্য যাবতীয় কার্যক্রম ডিজিটালাইজেশন করার ফলে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, আগে প্রবাসী অ্যাপসের নামে প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করা হতো এবং বিদেশগামী কর্মীদের সঙ্গে নানা ধরনের দুর্নীতি ঘটত। এসব অনিয়ম বন্ধ করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিদেশে যাওয়ার পুরো প্রক্রিয়াকে শতভাগ অনলাইনে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, আইওএম ও আইএলও’র সহায়তায় ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি পূর্ণাঙ্গ অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে গমনসংক্রান্ত সব কার্যক্রম ডিজিটাল হওয়ায় অনিয়ম ও হয়রানির সুযোগ অনেকাংশে কমে গেছে।
প্রবাসী উপদেষ্টা আরও বলেন, ভোটার হিসেবে নিবন্ধিত প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ কিছু সুবিধা চালু করা হয়েছে, যা আগে কখনো ছিল না। তবে এসব উদ্যোগ এখনো পর্যাপ্ত নয় বলে তিনি স্বীকার করেন।
তিনি জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক শ্রম চুক্তি করেছে। এর প্রভাব এখনই পুরোপুরি বোঝা না গেলেও ভবিষ্যতে এটি ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, আগেও অনেক সরকার চেষ্টা করলেও এমন চুক্তি সম্ভব হয়নি এবং এটি শুধু বাংলাদেশের সঙ্গেই হয়েছে।
মালয়েশিয়ার প্রসঙ্গ তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, আগে একক ভিসার কারণে অনেক শ্রমিক দেশে ফিরতে পারতেন না। বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটিকে মাল্টিপল ভিসায় রূপান্তর করা হয়েছে, যা এই প্রথম সম্ভব হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় শ্রমবাজারে দীর্ঘদিনের অভিযোগ থাকা সিন্ডিকেট সম্পূর্ণভাবে ডিলিস্টিং করা হয়েছে এবং প্রবাসীদের কাছ থেকে অবৈধ মুনাফা আদায় বন্ধের চেষ্টা চলছে।
তিনি বলেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তবে ভবিষ্যতের সরকার যদি প্রবাসীদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা ও কৃতজ্ঞতাবোধ রাখে, তাহলে শুরু হওয়া এই সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
১২০ বার পড়া হয়েছে