সর্বশেষ

জাতীয়ছেঁড়া ও পোড়া নোট বদলে মূল্য ফেরতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
টিসিবিতে ৩৬ জেলায় নতুন পরিবেশক নিয়োগ, আবেদন শুরু
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন উদ্ধার
সারাদেশনানা বিতর্কের মধ্যেই আজ রাবির দ্বাদশ সমাবর্তন
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
জাতীয়

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন দ্রুত বাড়ছে।

আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এ পর্যন্ত নিবন্ধন করেছেন চার লাখ ৪৫ হাজারের বেশি ভোটার।

মঙ্গলবার (রাত সাড়ে ৯টা) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা যায়, এ সময় পর্যন্ত মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার ২৬ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৭ হাজার ৩৫৯ জন এবং নারী ভোটার ২৭ হাজার ৬৬৫ জন।

ইসি জানায়, নিবন্ধিতদের মধ্যে ৪ লাখ ৩৮ হাজার ৪১৮ জনের আবেদন ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে ৬ হাজার ৬০৮ জনের নিবন্ধন এখনো যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।

এবারই প্রথমবারের মতো আইটি-নির্ভর পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটারদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য সংশ্লিষ্ট অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে ব্যালট পুনরায় রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এ নিবন্ধনের আওতায় রয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, আগের পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর না হওয়ায় প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবাসীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আগামীতে আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচন কাজে নিয়োজিতদের নিবন্ধন শুরু হলে অংশগ্রহণের চিত্র আরও স্পষ্ট হবে।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন