সারাদেশ
মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দল। এ উপলক্ষে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দৌলতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উপজেলা প্রজন্ম দলের
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দল। এ উপলক্ষে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার থানারমোড় এলাকায় প্রজন্ম দলের কার্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ বলেন, মহান বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিকনির্দেশনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীতের এই সময়ে অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রজন্ম দল সবসময় পাশে থাকার চেষ্টা করছে।
তিনি আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রজন্ম দল নিয়মিত উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রজন্ম দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৬৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন