দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবির দণ্ড
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কামালপুর গ্রামের মৃত ওয়ারেশ মল্লিকের ছেলে সালাম হোসেন (৫০) মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও ২৭ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হন। একই গ্রামের মৃত কালু মণ্ডলের ছেলে শফিকুল ইসলামের ছেলে (৪৩) কে ছয় মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া দৌলতপুর এলাকার মৃত আকসেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৫০) ও একই এলাকার এসকেন্দারের ছেলে মেহেদী হাসান (২৮) কে ১৫ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা প্রদান করেন আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে দণ্ড দেওয়া হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও তিনি জানান।
১৫৬ বার পড়া হয়েছে