বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগে আগ্রহী সৌদি যুবরাজ
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।
স্পেনের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ক্লাবটিতে প্রায় ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রস্তাব বিবেচনা করছেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই বিপুল অঙ্কের বিনিয়োগ বাস্তবায়িত হলে বার্সেলোনার বর্তমান ২.৫ বিলিয়ন ইউরোর কাছাকাছি ঋণ পরিশোধে বড় সহায়তা মিলতে পারে। একই সঙ্গে তাত্ত্বিকভাবে এতে ক্লাবের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে সৌদি যুবরাজের জন্য।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ইতোমধ্যে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের উপস্থিতি বাড়াতে নানা বড় প্রকল্পে বিনিয়োগ করছে। সেই কৌশলেরই অংশ হিসেবে বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবের প্রতি আগ্রহ দেখানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে বাস্তবতা হলো, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো স্প্যানিশ ক্লাবগুলো সরাসরি কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যায় না। কারণ বার্সেলোনা একটি সোসিওস-নিয়ন্ত্রিত ক্লাব, যেখানে সদস্যরাই ভোটের মাধ্যমে ক্লাবের মালিকানা ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।
এ কারণে স্পেনের অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, এই ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাবটি হয়তো পুরোপুরি বাস্তব নয়, বরং প্রতীকী বা পরীক্ষামূলক উদ্যোগ হতে পারে। তবে যদি কোনোভাবে এই ‘মেগা ডিল’ কার্যকর হয়, তাহলে দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারে কাতালান ক্লাবটি- এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
১০৬ বার পড়া হয়েছে