জাতীয়
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ঢাকা মেট্রোরেল কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।
মহান বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকবে
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ঢাকা মেট্রোরেল কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তিনি জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবার স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে নিরাপদ ও সাবধানে চলাফেরার জন্য অনুরোধ জানানো হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন