পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাগত ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে পাবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুল আওয়াল এবং ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাসানরি হানাওয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতার ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে। এর আওতায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাপানের মর্যাদাপূর্ণ মেক্সট (MEXT) স্কলারশিপের সুযোগ পাবেন। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা জাপানে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ অর্জন করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শেখ রাসেল আল আহম্মেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। সেই দিনটিকেই স্মরণ করে আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন করা হয়েছে, যা বুদ্ধিবৃত্তিক মানবসম্পদ গঠনের প্রতীক।
তিনি আরও বলেন, এই চুক্তির মাধ্যমে পাবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং গবেষণাভিত্তিক শিক্ষায় আরও দক্ষ হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয় শুধু চুক্তিতে সীমাবদ্ধ থাকবে না, এটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পাবনা অঞ্চল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি লাভ করবে।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ হবে এবং উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিকভাবে লাভবান হবে।
১২২ বার পড়া হয়েছে