ফার্মগেটে অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেট মোড়ে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলা অবরোধ তুলে নিয়েছে তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যায় তারা। এতে বন্ধ থাকা সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর প্রতিবাদে সকাল থেকেই ফার্মগেট মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। আকস্মিক এই বিক্ষোভে ফার্মগেটসহ আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। কর্মস্থলমুখী যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
কলেজের ছাত্রাবাসে গত ৬ ডিসেম্বর রাতে দু’টি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ১৮ বছর বয়সী সাকিবুল হাসান রানা। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
১০৯ বার পড়া হয়েছে