কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নের দাবিতে রৌমারীতে মশাল মিছিল
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর–চিলমারী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোছাঃ মমতাজ হোসেন লিপির সমর্থনে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর রাতে রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
মিছিল শুরুর পর স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, এ আসনে একই পরিবারের দুই সদস্যকে ভিন্ন দল থেকে মনোনয়ন দেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা বলেন, “মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
বিক্ষোভে উপস্থিত ছিলেন রৌমারি থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ বাবু, মোঃ শুক্কুর আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সানোয়ার হোসেন, মোঃ সুনাম আলী, মোঃ মোকলেস আলী, মহিলা দলের নেত্রী মোছাঃ আয়শা বেগম, মোছাঃ আসমা খাতুনসহ আরও অনেকে।
নেতাকর্মীরা জানান, মনোনয়ন বঞ্চিত মমতাজ হোসেন লিপির জনপ্রিয়তা ও দলের প্রতি তার নিবেদন বিবেচনা করে কেন্দ্রীয় নির্দেশনায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তারা।
১৬১ বার পড়া হয়েছে