ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব বাড়ছে
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েক দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের এই প্রবাহ রাজধানী ঢাকাতেও ধীরে ধীরে জেঁকে বসছে।
দিনব্যাপী হালকা গরম থাকলেও ভোর এবং সন্ধ্যার পর নেমে যাচ্ছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ভোরের দিকে কুয়াশা বৃদ্ধির পাশাপাশি সকাল ও সন্ধ্যার সময় শীতের পোশাক ব্যবহার করতে দেখা যাচ্ছে রাজধানীবাসীকে।
আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
১১০ বার পড়া হয়েছে