খালিয়াজুরীতে নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার খালিয়াজুরীতে চলন্ত নৌকার সেলু ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচ লেগে মো. হানিফ মিয়া (৩৬) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের আব্দুর সোবহানের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন এবং বিভিন্ন স্থানে ইঞ্জিনচালিত নৌকায় মালামাল পরিবহন করতেন।
প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কিশোরগঞ্জের ইটনা এলাকা থেকে হানিফ ছয় মাসের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেন। বুধবার সকাল ৭টার দিকে রসুলপুর ঘাট থেকে বাঁশ বোঝাই করে ধনু নদী পথে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। নৌকায় তাঁর সঙ্গে আরও একজন সহযোগী ছিলেন।
রসুলপুর ফেরিঘাট এলাকায় নৌকা নোঙর করে দুজন কিছুক্ষণ বিরতির পর আবার যাত্রার প্রস্তুতি নেন। এ সময় সহযোগী ইঞ্জিন চালু করলে হানিফ মিয়া ঠিক সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাঁর লুঙ্গি সেলু ইঞ্জিনের পাখায় জড়িয়ে গেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।
লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৪ বার পড়া হয়েছে