সাতক্ষীরায় মাদকবিরোধী গণসচেতনতা তৈরিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল'-এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরায় শুরু হয়েছে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫।
জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস এবং জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. লাইকুজ্জামান, হিসাবরক্ষক মো. হাবিবুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সাতক্ষীরার বিভিন্ন উপজেলার প্রতিনিধিত্বকারী মোট আটটি দল অংশ নিচ্ছে।
১০৩ বার পড়া হয়েছে