সিরাজগঞ্জে ৭১ কেজির বিরল বাঘা আইড় মাছ ধরা পড়লো, জনতার উৎসব
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যমুনা নদীতে ধরা পড়া ৭১ কেজি ওজনের বিরল বাঘা আইড় মাছ এনায়েতপুর বাজারে আনলে চমক ও উৎসাহে মেতে ওঠে স্থানীয় জনতা। প্রায় ৬ ফুট লম্বা এই মাছটি দেখতে ভিড় জমায় মানুষ।
মাছ ব্যবসায়ী কবির হোসেন বেপারী জানান, গত দুই মাস ধরে যমুনা নদীতে মাঝে মাঝে বড় ধরনের বাঘা আইড়, পাঙ্গাস, বোয়াল ও চিতল মাছ ধরা পড়ছে।
এ সময় জামালপুরের জেলেরা যমুনা সেতুর কাছে জাল ফেলে ৭১ কেজি ওজনের বাঘা আইড় মাছটি ধরে আনেন। পরে কবির হোসেন ১৩০০ টাকা প্রতি কেজি দরে মাছটি কিনে এনায়েতপুর হাটে নিয়ে আসেন।
স্থানীয়রা শুরুতে ১৩০০ টাকা প্রতি কেজি দরে কিনতে চাইলেও, পরে টাঙ্গাইলের ভুয়াপুরের নলিন গ্রামের ব্যবসায়ী আলম চৌধুরী ১৪০০ টাকা প্রতি কেজি হিসেবে ১ লাখ ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। আলম চৌধুরী জানান, 'আমরাও যমুনাপাড়ার মানুষ। কিন্তু এত বড় বাঘা আইড় মাছ আগে দেখিনি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আমরা মাছটি কিনে নেব।'
মাছটি দেখতে আসা জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, ব্যবসায়ী হাবিব সরকার ও সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ মাল জানান, 'এত বড় মাছ দেখতে সত্যিই আনন্দ লাগে।
আমরা ১৩০০ টাকা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ব্যবসায়ী অন্যকে বিক্রি করেছেন।'
উল্লেখ্য, এর আগে কবির হোসেন ৬৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছও বিক্রি করেছেন।
১১০ বার পড়া হয়েছে