মেহেরপুরে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
'এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি' প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম।
র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এম এ মুহিত। তিনি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ইতিহাস, এর প্রয়োগ এবং সমাজে মানবাধিকার রক্ষায় সম্মিলিত সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠাকে শুধু আইনি বাধ্যবাধকতা নয়, সামাজিক দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন। তারা বলেন, পরিবার, বিদ্যালয় ও সমাজে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে মানবাধিকার চর্চা বৃদ্ধি করা প্রয়োজন।
১১৭ বার পড়া হয়েছে