জাতীয়
আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভোরের দিকে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে, কোথাও কোথাও কুয়াশা
স্টাফ রিপোর্টার
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভোরের দিকে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
বুধবার সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত অবস্থায় রয়েছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন