ডেঙ্গুতে মোট ৪০১ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়িয়েছে ৯৮ হাজার
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪২১ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন বরিশাল বিভাগের সিটি করপোরেশন বহির্ভূত এলাকার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন-অবহিত এলাকায় ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ৩১ জন, রাজশাহীতে ১২ জন এবং রংপুরে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬১.৫ শতাংশ এবং নারীর হার ৩৮.৫ শতাংশ। একদিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরও ৫২৮ জন। ফলে চলতি বছরে মোট ৯৬ হাজার ৭৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর এখন পর্যন্ত ৬৪ জেলায় ডেঙ্গু সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যু-উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে বরিশাল বিভাগে।
২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় এবং মৃত্যু ঘটে এক হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
১১৫ বার পড়া হয়েছে