দৌলতপুরে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের নেতৃত্বে দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে একটি র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজমল হোসেন। বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রায় বড় বাধা; তাই এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ এবং এ টি এন নিউজ কুষ্টিয়ার জেলা প্রতিনিধি শরিফুল ইসলামসহ দৌলতপুর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
১৬২ বার পড়া হয়েছে