সারাদেশ
নড়াইলের সদর উপজেলার বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মেহেদি ভূঁইয়া (২৭)কে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের অহিদার রহমানের ছেলে।
নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার প্রধান আসামি মেহেদি ভূঁইয়া গ্রেপ্তার
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলার বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মেহেদি ভূঁইয়া (২৭)কে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের অহিদার রহমানের ছেলে।
রোববার রাত ২টার দিকে মোল্লাহাট থানা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নড়াইল সদর থানার ওসি (অপারেশন) আকরাম হোসেন। তিনি জানান, মেহেদিকে আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার অভিযোগ করে, প্রতিপক্ষ আয়ুব মোল্লা ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড সংঘটিত করে। ঘটনায় মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন