শৈলকুপায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। নাইটগার্ডকে বেঁধে ও মারধর করে স্বর্ণ ও রূপার গহনা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শৈলকুপা উপজেলা শহরের থানা রোডে অবস্থিত ‘ভাই ভাই জুয়েলার্স’-এ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পুলিশ পরিচয়ে একদল ডাকাত দোকানের নাইটগার্ড আব্দুর রশিদকে আটক করে প্রথমে নিয়ন্ত্রণে নেয়। পরে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কানের দুল, চেইন, আংটি, টিকলি সহ বিভিন্ন স্বর্ণালংকার লুট করে তারা। দোকান মালিক উজ্জ্বল সরকার জানান, প্রায় ১৫ ভরি স্বর্ণ ও ৮০ ভরি রূপার অলংকার নিয়ে গেছে ডাকাতরা।
ডাকাতরা পালানোর সময় নাইটগার্ডকে চোখ-মুখ বেঁধে সঙ্গে করে নিয়ে যায় এবং পরে ফরিদপুরের মধুখালী এলাকায় তাকে মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে তাকে উদ্ধার করলে তিনি ফিরে এসে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
১৭০ বার পড়া হয়েছে