আগামীকাল ঢাকায় আসবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার লক্ষ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার বিষয়টি নিশ্চিত করেন।
রাগীব সামাদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপের। বিমানটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামবে এবং সেদিন রাত ৯টার পর চাইলে ঢাকা ত্যাগ করতে পারবে।
এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানিয়েছিল, এফএআই এভিয়েশন গ্রুপ গত শনিবার যে আবেদন করেছিল, তাতে মঙ্গলবার ঢাকায় নামা এবং বুধবার লন্ডনের উদ্দেশে উড্ডয়নের সময়সূচি প্রস্তাব করা হয়।
তবে খালেদা জিয়ার লন্ডনে যাত্রা এখনও অনিশ্চিত। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন জানান, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র রোববার রাতে জানায়, চিকিৎসকেরা সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে তাঁর বিদেশযাত্রার সম্ভাব্য সময় আরও দুই দিন পিছিয়ে দিয়েছেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কোনো পরিবর্তন না হলে সিদ্ধান্ত নেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন তাঁরা।
সূত্রটি আরও জানায়, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যা কখনো নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ফলে তাঁর সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের অবস্থায় খানিকটা উন্নতি দেখা গেলেও তা সামগ্রিক ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট নয়। তাঁকে এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাচ্ছে না।
এ অবস্থায় খালেদা জিয়ার বিদেশযাত্রার সম্ভাব্য তারিখ একাধিকবার পরিবর্তিত হয়েছে। বিএনপি প্রথমে ৫ ডিসেম্বর সকালে যাত্রার তারিখ জানালেও পরে সেটি পরিবর্তন করে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এরপর আবার ঘোষণা দেওয়া হয়, সম্ভাব্য যাত্রা পিছিয়ে ৯ ডিসেম্বর হতে পারে।
২৭৬ বার পড়া হয়েছে