আইন-আদালত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার (৮ ডিসেম্বর) বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
ফজলুর রহমানের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার (৮ ডিসেম্বর) বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই সিদ্ধান্ত দেন।
ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি একটি টকশোতে ট্রাইব্যুনাল ও তার বিচার ব্যবস্থার সমালোচনা করেছিলেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ২৬ নভেম্বর এই অভিযোগ দায়ের করেছিলেন।
এর আগে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল সভাপতি মন্তব্য করেছিলেন, 'এই ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার আওতায় পড়তে পারে।' এছাড়াও তিনি ফজলুর রহমানের আইনজীবী পদধারী অধিকারও প্রশ্ন করেছিলেন।
প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ৩ ডিসেম্বর জানিয়েছিলেন, ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করে ট্রাইব্যুনালে লিখিত আবেদন জমা দিয়েছেন। সেই আবেদন পর্যালোচনা করে আদালত অব্যাহতি প্রদান করেন।
১৪৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন