নির্বাচন ও গণভোটের প্রস্তুতি : জামায়াতের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে জামায়াতের একটি প্রতিনিধি দল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে গত সপ্তাহে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলাপ করেন। সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন সকালেই প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ফলে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট চলবে।
তিনি আরও জানান, তফসিল ঘোষণা হবে ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো এক দিনে।
১১৬ বার পড়া হয়েছে