সর্বশেষ

জাতীয়খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, কাল এয়ার অ্যাম্বুলেন্স আসছে না
আনিসুল–মঞ্জুর নেতৃত্বে ২০ দলে নতুন রাজনৈতিক জোট ‘এনডিএফ’র আত্মপ্রকাশ
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত, দাবি মানা না হলে আন্দোলন চলবে
চব্বিশের হত্যাযজ্ঞ মামলায় ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
জামায়াতের প্রতিনিধি দলের ইসির সঙ্গে বৈঠক
ডিসেম্বরে বাড়ছে শীতের দাপট, দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের আশঙ্কা : আবহাওয়া অফিস
ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ: বাড়লো ৬ টাকা
মোহাম্মদপুরে বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যা
মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সারাদেশপঞ্চগড়ে টানা দুইদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
রমজান সামনে রেখে ছোলা-খেজুরসহ ৬ পণ্যের আমদানি জোরদার চট্টগ্রাম বন্দরে
সুন্দরবনে ৭ জেলে অপহরণ, মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
শৈলকুপায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
আন্তর্জাতিকথাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারও গোলাগুলি, আহত ২ সেনা
মহারাষ্ট্রে নাসিকে ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬
নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করেছে সরকার
খেলাঅস্ত্রোপচার অনিবার্য; বিশ্বকাপে নেইমারের খেলা অনিশ্চিত
সারাদেশ

রমজান সামনে রেখে ছোলা-খেজুরসহ ৬ পণ্যের আমদানি জোরদার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রমজান শুরু হতে এখনও দুই মাসের বেশি সময় বাকি থাকলেও আগাম প্রস্তুতির অংশ হিসেবে ছোলা, খেজুর, মটর ডাল, মসুর ডাল, চিনি ও তেলসহ ছয় ধরনের নিত্যপণ্যের আমদানি বেড়েছে।

আমদানিকারক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্ববাজারে দাম কম এবং ডলার সংকট নিরসনের কারণে এবার নির্বিঘ্নে এলসি খোলা সম্ভব হচ্ছে। ফলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দাম বাড়ার সম্ভাবনা খুবই কম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫–২৬) জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত খেজুর আমদানি হয়েছে ৬ হাজার ৮৮৩ টন, মসুর ডাল ৪০ হাজার ২৬ টন, মটর ডাল ২ লাখ ৪২ হাজার ৭৯ টন এবং ছোলা ১১ হাজার ৬২৪ টন। ব্যবসায়ীদের দাবি, আগামী দুই মাসে এই পরিমাণ আরও বাড়বে।

খাতুনগঞ্জের আমদানিকারকরা জানান, রমজানে ছোলা, খেজুর ও ডালের চাহিদা বেড়ে যায়। বছরজুড়ে ছোলার মোট চাহিদা যেখানে দেড় লাখ টনের মতো, তার প্রায় দুই-তৃতীয়াংশই খরচ হয় রমজানে। বর্তমানে বিশ্ববাজারে ছোলার দাম কেজিপ্রতি ৬০–৬২ টাকা। আমদানি ব্যয় যোগ করেও রমজানে পাইকারিতে ৭০–৭৫ টাকায় বিক্রি করা সম্ভব হবে বলে জানান ব্যবসায়ীরা।

এম এ ট্রেডার্সের স্বত্বাধিকারী দেবু মহাজন বলেন, ‘এবার কোনো পণ্যের সংকট হবে না, বরং দাম কমতে পারে। এখন যেসব পণ্য ৭৫–৮০ টাকায় বিক্রি হচ্ছে, রমজানে তা আরও কমে আসবে।’ একই মত প্রকাশ করেন আমদানিকারক মোহাম্মদ মহিউদ্দীন। তিনি বলেন, ‘দুই মাস আগে ছোলার টনপ্রতি দাম ছিল ৭০০ ডলার, এখন ৫০০ ডলারে নামায় ভোক্তা পর্যায়ে দাম বাড়ার সুযোগ নেই।’

চিনির বাজারেও ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘চিনি আমদানির ওপর আগের নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় নতুন ব্যবসায়ীরা আমদানিতে অংশ নিচ্ছেন। ফলে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে এবং দাম ১৩০ টাকা থেকে নেমে এসেছে ১০০ টাকার মতো। বড় গ্রুপগুলোর চিনি পাইকারিতে ৮৫–৯০ টাকায় বিক্রি হচ্ছে, রমজানেও এই দাম বজায় থাকবে।’

তেলের বাজারেও স্থিতিশীলতা দেখা গেছে। খাতুনগঞ্জে বর্তমানে সয়াবিন তেল প্রতি মণ ৬ হাজার ৮০০ টাকা এবং পাম অয়েল ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বলেন, “রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ছে। রমজানের আগের দুই মাসে এই প্রবাহ আরও বৃদ্ধি পাবে।”

সামগ্রিকভাবে ব্যবসায়ীরা মনে করছেন, পর্যাপ্ত আমদানি, বিশ্ববাজারে নিম্নমূল্য ও ডলার পরিস্থিতির উন্নতির কারণে এবার রমজানে নিত্যপণ্যের সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই। তবে বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন