মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি'র সামনে বিক্ষোভ, যানজটের সৃষ্টি
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর করার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা বিক্ষোভ করেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে একপাশে সড়ক বন্ধ হয়ে যায়। শেরেবাংলা নগর থানার পরিদর্শক মাসুদ রানা জানান, 'মোবাইল ব্যবসায়ীদের অবস্থানের কারণে শিশুমেলা থেকে আগারগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। তবে অপর দিকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'
পুলিশ জানান, মোবাইল ব্যবসায়ীদের অবস্থানের কারণে শিশুমেলা মোড়ে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে শ্যামলী ও মিরপুর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। একই পরিস্থিতি আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায়ও সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, সরকারের এনইআইআর কার্যকর করার সিদ্ধান্ত নেয়ার আগে তাদের দাবি ও প্রস্তাবগুলো বিবেচনা করা হয়নি। তারা ন্যায্য করনীতি প্রণয়ন, সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুক্ত বাণিজ্যের স্বার্থে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ ব্যানারে কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী রবিবার সকাল থেকে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন। ব্যবসায়ীরা আগেই অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।
২৭৬ বার পড়া হয়েছে