জুলাইয়ে অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন শুরু
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে আনুষ্ঠানিকভাবে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান থেকে এ কাজ শুরু হয়। উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
সংবাদ সম্মেলনে মো. ছিবগাত উল্লাহ বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি সম্মান জানাতে এবং পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রোটোকল মান্য করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, 'এই কবরস্থানে যারা অজ্ঞাত পরিচয়ে সমাহিত হয়েছেন, তাদের পরিচয় নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ সেই প্রয়াসের সূচনা হলো।'
তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআরের মাধ্যমে আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বাংলাদেশে এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। গত চার দশকে তিনি ৬৫টি দেশে এ ধরনের ফরেনসিক অপারেশন পরিচালনা করেছেন।
সিআইডি প্রধান বলেন, মিনেসোটা প্রোটোকলসহ আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে মরদেহ উত্তোলন, পোস্টমর্টেম, বোন ও টিস্যু স্যাম্পল সংগ্রহ এবং ডিএনএ প্রোফাইল তৈরির প্রতিটি ধাপ সম্পন্ন হবে। এ জন্য সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল কলেজ, বিভাগীয় প্রশাসন, ডিএমপি ও সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে প্রথম ধাপে ১১৪টি কবর চিহ্নিত করা হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় মর্যাদা রক্ষা করে পুনঃদাফন করা হবে। চাইলে স্বজনরা মরদেহ গ্রহণও করতে পারবেন।
এ পর্যন্ত ১০ জন স্বজন পরিচয় নিশ্চিতের আবেদন করেছেন। আরও কেউ চাইলে সিআইডির হটলাইনে যোগাযোগ করে ডিএনএ স্যাম্পল প্রদান করতে পারবেন।
মো. ছিবগাত উল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'এটি অত্যন্ত মানবিক ও সম্মানজনক কাজ। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী মরদেহ কিংবা সংবেদনশীল কোনো ছবি প্রকাশ করা যাবে না।'
১৩২ বার পড়া হয়েছে