রায়েরবাজারে জুলাইয়ে অজ্ঞাত ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ উত্তোলন কার্যক্রম আজ রোববার (৭ ডিসেম্বর) শুরু হয়েছে।
ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নির্ধারণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, ঢাকার আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে। নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর মরদেহগুলো পুনরায় মর্যাদার সঙ্গে দাফন করা হবে।
সকাল সাড়ে ৯টায় কবরস্থান সংলগ্ন এলাকায় সাংবাদিকদের ব্রিফ করবেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগত উল্লাহ। ব্রিফিংয়ে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডার নেতৃত্বাধীন ফরেনসিক নৃবিজ্ঞান বিষয়ক একটি দলও উপস্থিত থাকবে।
সুষ্ঠুভাবে কাজ পরিচালনার জন্য অপরাধ দৃশ্য ইউনিট কবরস্থানে তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের পর মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত এসব অজ্ঞাত শহীদকে তখন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, ভবিষ্যতের আইনগত প্রক্রিয়া ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষা জরুরি। পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তরের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়।
১৩২ বার পড়া হয়েছে