আলাস্কা-ইউকন সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন সীমান্ত অঞ্চল শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ৪১ মিনিটে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।
তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকন প্রদেশের হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা অনুভূত হওয়ার পর পরই একাধিক আফটারশক রেকর্ড করা হয়।
ভূমিকেন্দ্রের নিকটতম কানাডীয় বসতি হেইন্স জাংশন গ্রাম, যা প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী সেখানে বাস করেন ১ হাজার ১৮ জন। আলাস্কার ইয়াকুতাত শহরও কেন্দ্রস্থল থেকে মাত্র ৯১ কিলোমিটার দূরে, যেখানে জনসংখ্যা ৬৬২।
হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সার্জেন্ট কালিস্টা ম্যাকলিয়ড জানান, ভূমিকম্পের পর দুটি ৯১১ কল পাওয়া গেছে। সামাজিক মাধ্যমেও অনেকে ঝাঁকুনি অনুভবের কথা জানিয়েছেন।
কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যেসব এলাকায় ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, সেগুলো পার্বত্য ও জনবসতি কম। কিছু বাড়িতে শেলফ বা দেয়ালে ঝোলানো জিনিসপত্র পড়ে যাওয়া ছাড়া বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
১১৩ বার পড়া হয়েছে