রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলেরা আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), ছোট মেয়ে ইভা (৬) এবং আত্মীয় মনিরা আক্তার (১৭)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা আরফান মিয়া জানান, ভোরে আগারগাঁও পাকা মার্কেট এলাকার ইসলামি ফাউন্ডেশনের পাশে ২০৪/এফ নম্বর বাসায় হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা বাসায় থাকা সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের গ্রামের বাড়ি শেরপুরের নলিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, 'দগ্ধ ছয়জনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। তাদের প্রাথমিক ড্রেসিং চলছে। সঠিকভাবে কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না; কিছুক্ষণ পর বিস্তারিত জানা যাবে।'
১১১ বার পড়া হয়েছে