খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারাদেশে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করেছে দলটি।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বিএনপির সব ইউনিটের উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ। দোয়া শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বেগম জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। কারাবাসের সময় সৃষ্ট জটিলতা ও পর্যাপ্ত চিকিৎসার অভাবের কারণে তার বর্তমান শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, কাতার থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা সম্মতি দিলে রোববারই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে।
এদিন রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়।
১০৯ বার পড়া হয়েছে