সর্বশেষ

জাতীয়দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বৈঠক
শেখ হাসিনার দপ্তর ও গণভবনের খাবারের বিল বাকি আড়াই কোটি
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
সারাদেশ২১ বছর পর টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
শেরপুরে জামায়াত নেতার মৃত্যু: তিন দিন পর হত্যা মামলা দায়ের
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

কাল সারাদেশে খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহ্বান সরকারের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার জুমার পর দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই আহ্বান জানানো হয়। সেখানে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকেও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে।

বর্তমানে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। হাসপাতাল সূত্র জানায়, তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও স্থিতিশীল রয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। প্রায় অর্ধঘণ্টা অবস্থানকালে তিনি খালেদা জিয়ার পরিবারের সদস্য ও উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। চিকিৎসা বোর্ডের সদস্যরা তাঁকে চলমান চিকিৎসা সম্পর্কে অবহিত করেন। সরকারি পর্যায়ে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা।

অপরদিকে, হাসপাতালের মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে বলে জানা গেছে। বোর্ডটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। বিএনপির সূত্রে জানা গেছে, ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও হৃদ্‌যন্ত্রের জটিলতা রয়ে গেছে। অন্য শারীরিক সমস্যাগুলোও প্রায় অপরিবর্তিত।

বুধবার রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে বোর্ডে যোগ দেন। তাঁরা হলেন-কাই জিয়ানফাং, ইউয়ান জিন, ঝাং ইউহুই ও মেং হং। অন্যদিকে, দুপুরে যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ রিচার্ড বেলে সরাসরি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেন। তাঁর পর্যবেক্ষণ সম্পর্কে রাতে পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন