প্রবাসীদের জন্য মোবাইল রেজিস্ট্রেশন নীতিতে বড় পরিবর্তন
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা এখন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে এর বেশি সময় অবস্থান করলে মোবাইল ফোনটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
১ ডিসেম্বর সচিবালয়ে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানো এবং প্রবাসীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা দেশে প্রবেশের সময় সর্বমোট তিনটি ফোন নিয়ে আসতে পারবেন-নিজের ব্যবহৃত হ্যান্ডসেটসহ অতিরিক্ত দুটি নতুন ফোন। তবে চতুর্থ ফোন থেকে শুল্ক দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ফোন ছাড়াও একটি অতিরিক্ত ফোন শুল্ক ছাড়াই আনতে পারবেন, তবে সেই ফোনের বৈধ ক্রয় কাগজ সঙ্গে রাখতে হবে। বিদেশি বিমানবন্দরে চোরাচালানিদের চাপ প্রয়োগের ঝুঁকি বিবেচনায় এই সতর্কতা রাখা হয়েছে।
সভায় বৈধভাবে মোবাইল আমদানিকে উৎসাহ দিতে বর্তমান প্রায় ৬১ শতাংশ শুল্কহার উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের উপর ভ্যাট ও শুল্ক কাঠামো সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে, যাতে দেশীয় কারখানার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়।
বিজ্ঞপ্তিতে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে-নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অনলাইন জালিয়াতি, সাইবার অপরাধ কিংবা মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত প্রতারণায় অপরাধীরা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতে পারে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, দেশের বাজারে বিদেশের পুরোনো ও কেসিং বদলে আনা ফোনের ডাম্পিং বন্ধ করা হবে। ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইট চিহ্নিত করে দ্রুত কাস্টমসের মাধ্যমে অভিযান জোরদারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫-এ সিমের ই-কেওয়াইসি এবং আইএমইআই রেজিস্ট্রেশনের তথ্য সুরক্ষা আরও কঠোর করা হয়েছে। রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য ফাঁস বা অপব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, রেজিস্ট্রেশন, আমদানি ও ডেটা সুরক্ষা সংক্রান্ত বিষয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করলে তা শক্তভাবে প্রতিহত করা হবে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
১১১ বার পড়া হয়েছে