ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে: ড. ইউনূস
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশকে বিভিন্ন সুযোগ দিয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন।
কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি নিরাপত্তা ও উন্নয়ন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা প্রদান করে দেশের জন্য দক্ষ নেতৃত্ব গঠনে অবদান রেখে চলেছে।
ড. ইউনূস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এছাড়া তিনি কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের দেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় অর্জিত জ্ঞান ও মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ মোট ৯৬ জন কোর্স সদস্য অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৪৯ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনী, ১৮ জন অসামরিক প্রশাসন এবং ২৯ জন ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের প্রতিনিধি ছিলেন। এছাড়া, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেছেন।
১০৫ বার পড়া হয়েছে